বাংলাদেশ বাণী, গাইবান্ধা জেলা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী প্রদান প্রতারক সিন্ডিকেট চক্রের হোতা ভূয়া ডিআইজি আতাউর রহমান ওরফে ডিআইজি আতিককে (৫৫) স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শিল্পী ভোজনালয় এন্ড আবাসিক হোটেলের সামনে মাইক্রোবাস থেকে ২৬ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাকে স্থানীয় জনতা আটক করে। ভূয়া ডিআইজি আতাউর রহমানের বাড়ী গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ এলাকায়। সে ঢাকার মিরপুর-২ এলাকার মুজিব মার্কেটের ৩য় তলায় বাস করতেন।
আতিককের নেতৃত্বে প্রতারক চক্রের বর্তমান নিজস্ব অফিস মিরপুর-১২ এলাকার ডিএইওস ভবনের ৩য় তলায়। প্রতারক চক্রের হোতা ভূয়া ডিআইজি আতাউর রহমান ওরফে ডিআইজি আতিক ছাড়াও চাকরির জন্য ২৬ লাখ টাকা প্রদানকারী প্রতারনার শিকার কুড়িগ্রাম জেলার মুক্তার এবং ৩ লাখ টাকা প্রদানকারী ঠাকুরগাও জেলার রবিউল ইসলামকেও থানা হেফাজতে নেয়া হয়েছে। এ সময় প্রতারক চক্রের ২ সদস্য পালিয়ে যায়।