বাংলাদেশ বাণী, ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশনের সাবেক পৌর শ্রমিকলীগের সভাপতি মফিজ মেম্বার (৩৮) কে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌর শহরের ২ নং ওয়ার্ড থেকে গ্রেফতার করা হলেও রহস্যজনক কারণে পথ্যিমধ্যে ছেড়ে দেয়া হয়। মফিজ মেম্বার চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সাবেক সভাপতি ও জিন্নাগর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য ছিলেন। ইয়াবাসহ গ্রেফতারের পর ছেড়ে দেয়ায় এলাকাবাসীদের মাঝে ক্ষোভ বিরাজ করছেন।
এলাকাবাসী জানান, মফিজ মেম্বার র্দীঘ দিন ধরে চরফ্যাশন পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক লোকজন দিয়ে ইয়াবার ব্যবসা করাচ্ছেন এবং তিনি ডিলার হিসেবে মাদক বিক্রি করে আসছে। বুধবার সকাল ৯টায় পৌর শহরের ২নং ওয়ার্ড থেকে চরফ্যাশন থানার এসআই ছিদ্দিক সঙ্গীয় পুলিশসহ অভিযান চালিয়ে তাকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সকাল সাড়ে ৯ টায় রহস্যজনক কারণে পথ্যিমধ্যে কাইমুদ্দিন মোড় এলাকায় তাকে ছেড়ে দেয়া হয় বলে জানান তারা।
চরফ্যাশন পৌর শহরের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম কিষাণ বলেন, সকালে ১০পিস ইয়াবাসহ মফিজ মেম্বারকে পুলিশ গ্রেফতার করে। পরে রহস্যজনক কারণে পথিমধ্যে কাইমুদ্দিন মোড় এলাকায় ছেড়ে দেয়। তিনি আরো জানান, গত কয়েক দিন আগে রহমত নামের এক যুবককে ২২৫ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ইয়াবার ডিলার মফিজ মেম্বার কথা স্বীকার করে রহমত।
এ ব্যাপারে চরফ্যাশন থানার এসআই ছিদ্দিক অভিযানের কথা স্বীকার করলেও মফিজ মেম্বারকে গ্রেফতার ও ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।