বাংলাদেশ বাণী, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় শহীদুল ইসলামের বিরুদ্ধে ব্যাংক চেক ডিজঅনারের মামলা করা হয়েছে হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পশ্চিম কেশালীডাঙ্গা গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম বলেন মামলাটি করেছে প্রতিবেশী ভুট্টু মিয়া এবং তার সহযোগীরা। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদের কর্মসৃজন প্রকল্পর ৪০ দিনের মাটি কাটার কাজ দেয়ার কথা বলে গত বছরের ৫ নভেম্বর নিজের টাকায় ভুট্টু মিয়া আমার নামে ব্যাংকে একটি এ্যাকাউন্ট খুলে দেয়। যার হিসাব নম্বর-০২০০০১১২৬৪২৯৪।
পরে ১০টি চেকের পাতায় টাকার ঘর ফাকা রেখে সই করিয়ে নিয়ে বিষয়টি কাউকে না জানাতে আমাকে বলে। তার কয়েকদিন পরে ভুট্টু মিয়া আমার বড় মেয়েকে কলেজে যাতয়াতের পথে উত্ত্যক্ত করে ও বিয়ের প্রস্তাব দেয়। আমি প্রতিবাদ করলে আমাকে দেখে নেবে বলে হুমকি দেন। পরিবারের নিরাপত্তা ও তার বিরুদ্ধে চেক ডিজ-অনারের মামলার সুষ্ঠু তদন্ত করে ভুট্টু মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রশাসনের নিকট দাবি জানান।