বাংলাদেশ বাণী, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
গত ১২ নভেম্বর রবিবার বিকালে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বাবুল সরকার সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
মামলার বিবরণে জানা যায় ১৫ বছর আগে বাবুল সরকারের সাথে একই গ্রামের মনোয়ারা খাতুনের বিবাহ হয়। বিবাহের পর তাদের ১টি ছেলে ও ২টি মেয়ে সন্তান জন্ম নেয়। পরবর্তীতে তাদের পারিবারিক কলহের জের ধরে ২০১২সালের ২৩ ফেব্রুয়ারী বাবুল সরকার তার স্ত্রী মনোয়ারা খাতুনকে গলাটিপে হত্যা করেন। অপর ২ আসামী আমীর উদ্দিন ও মোনারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।