বাংলাদেশ বাণী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বসতভিটার জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের আঘাতে আহত রেজাউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, দীর্ঘ দিন থেকে উপজেলার পাচঁগাছি শান্তিরাম গ্রামের আবুল কাশেম আলীর ছেলে রেজাউল ইসলামের সাথে বসতভিটার জমি নিয়ে প্রতিবেশী আব্দুল খালেক মিয়ার ছেলে আশরাফুল আসলামের বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় গত শুক্রবার বিরোধী জমি নিয়ে রেজাউল ও আশরাফুলের মধ্যে সংঘর্ষে বাধে।
এতে আশরাফুলের খোন্তার আঘাতে রেজাউল গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আতিয়ার রহমান জানান, এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।