বাংলাদেশ বাণী, রাবি প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের আন্দোলন মঞ্চের ব্যানারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে তারা। সোমবার পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।
কর্মসূচির বিষয়ে শিক্ষার্থীরা জানান, রাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের দাবির পথ দীর্ঘ ২৭ বছর ধরে রুদ্ধ হয়ে আছে। রাকসুর কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাঁদা নেওয়া বন্ধ হচ্ছে না। বর্তমানে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা না থাকায় এখনই রাকসু নির্বাচনের উপযুক্ত সময় বলে মনে করছেন তারা।
শিক্ষার্থীরা বলেন, রাকসু নির্বাচন না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে অভিভাবকশূন্য। এ শূন্যতা পূরণের জন্য রাকসু নির্বাচনের বিকল্প নেই। অভিভাবক পুরণের দাবির অংশ হিসেবে শিক্ষার্থীদের এ গণস্বাক্ষর কর্মসূচী চলছে। এ কর্মসূচী শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করা হবে। তাতে দাবী পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।
এদিকে, একই দাবীতে প্রগতিশীল ছাত্রজোট ব্যানারে বেলা ১১ বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল পরবর্তী আমচত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে রাকসু সচলের দাবিতে আন্দোলনের শপথ ও শুক্রবার বিকেলে গণস্বাক্ষর কর্মসূচির শুরু করে এখনো অব্যাহত রেখেছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।