বাংলাদেশ বাণী, বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে আরিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উক্ত গ্রামের আব্দুল আলিমের ছেলে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার সময় এ দূর্ঘটনাটি ঘটে খলসি বাজারের একটি ইজিবাইক চার্জ এর দোকানে।
স্থানীয় ও ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, খলসি বাজারে একটি ইজিবাইক চার্জের দোকানে ইজিবাইক চার্জে ছিল। কারণবশত: ইজিবাইকটি বিদ্যুৎতায়িত হয়ে যায়। এক পর্যায়ে আরিফ সকালে ওই বাইকে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।