বাংলাদেশ বাণী, আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : যশোর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি” স্লোগানে ঝিকরগাছা বিএম হাই স্কুলের মাঠ প্রঙ্গণে গতকাল রবিবার বিকালে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট ডিএনসি কাপ খেলায় ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ ও বাঁকড়া ডিগ্রী কলেজের মধ্যকর খেলায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক নাজমুল কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মুছা মাহমুদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ পাভেল চৌধুরী, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আমিনুল কবির, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই মোঃ নাজমুল হোসন, নাভারণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী, উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্ণামেন্ট কমিটির প্রধান মহিউদ্দীন বিল্লাহ রুনু সহ আজাহার আলী, মুস্তাফিজুর রহমান মুন্না, ফিরোজজামান তুলি, শাকিল আহমেদ মিলন, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।
উক্ত খেলায় শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ ফুটবল টিমের ৯নং জার্সি পরিত খেলোয়ার হাসান আলী বিরতির পরে খেলার শেষ অর্দ্ধে ১৮ মিনিটে ১টা গোল করেন এবং অপার দিকে বাঁকড়া ডিগ্রী কলেজের ফুটবল টিমের খেলোয়াররা কোন গোল করতে পারেননি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট ডিএনসি কাপ খেলায় দু’টি দলের সর্বশেষ ফলাফলে বাঁকড়া ডিগ্রী কলেজের ফুটবল টিমকে ০-১ গোলে হারিয়ে শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ ফুটবল টিম জয়ী হয়েছেন।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ ফুটবল টিমের ৯নং জার্সি পরিত খেলোয়ার হাসান আলী এবং সেরা খেলোয়ার নির্বাচিত হন বাঁকড়া ডিগ্রী কলেজ ফুটবল টিমের ১০নং জার্সি পরিত খেলোয়ার বাপ্পী।