বাংলাদেশ বাণী, আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : যশোরের ঝিকরগাছায় যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলার মধ্যে নারী-পুরুষ সমতায় সর্বসাধারণের অংশগ্রহণের মধ্যদিয়ে মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণের মধ্য থেকে বের হয়ে আসবে উপজেলার প্রতিভাবান ফুটবলার টিম। প্রশিক্ষণ অনুষ্ঠানে ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলার ক্রীড়া অফিসার মো: খালিদ জাহাঙ্গীর, সাবেক ক্রীড়া অফিসার মো: ইফতেখার আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জিল্লুর রশিদ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বাণীর ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, ফুটবল প্রশিক্ষণ কোচের সম্মনয়কও বিএম হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মো: আতিয়ার রহমান, কোচের সহকারী সম্মনয়ক মো: ইসমাইল হোসেন, কোচ বা প্রশিক্ষকের দার্য়িত্ব পালন করছেন, মো: মোস্তাফিজুর রহমান মুন্না।