॥ সিরাজী এম আর মোস্তাক ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সেরা ব্যাংক। ১৯৮৩ সালে বাংলাদেশের ব্যাংকিং ধারায় একটি নতুন ধারণা নিয়ে এর যাত্রা শুরু। পবিত্র কোরানের অর্থনীতি বাস্তবায়নই ছিল তার লক্ষ্য। মানবজাতির জন্য কোরানের চেয়ে শ্রেষ্ঠ নীতি কি আছে? ব্যাংকটি স্বল্প সময়ে মানুষের মন জয় করে সেরা স্থান অর্জন করেছে। এটি এখন পৃথিবীর সেরা এক হাজার ব্যাংকের অন্যতম। বাংলাদেশের কোনো ব্যাংক তার ধারে-কাছেও নেই। কয়েক বছর ধরে জঙ্গি অর্থায়নের অভিযোগ সত্তেও ব্যাংকটি সেরা অবস্থান ধরে রেখেছে। ২০১৬ সালেও দুই হাজার তিন কোটি টাকা পরিচালন আয় করে প্রথম হয়েছে। ২য়, ৩য় ও ৪র্থ হয়েছে যথাক্রমে ন্যাশনাল, ব্র্যাক ও সাউথইস্ট ব্যাংক লিঃ। এসব ব্যাংক ইসলামী ব্যাংকের অর্ধেক আয়ও দেখাতে পারেনি। যদিও তাদের আয়ের একটি বড় অংশ এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। কারণ, জঙ্গি অর্থায়নের অভিযোগে আরোপিত অবরোধের ফলে ইসলামী ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কঠিন বাধা মোকাবেলা করেছে। এসময় ২য়, ৩য় ও ৪র্থ অবস্থানের ব্যাংকগুলো ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্যে সহযোগীতা করে বড় অংকের কমিশন লাভ করেছে। তা না হলে ইসলামী ব্যাংক আরো বেশি আয় করতো। অর্থাৎ, ইসলামী ব্যাংক একইসাথে অন্যান্য ব্যাংকগুলোর আয়ের মাধ্যম বটে। আর এ কারণেই দেশে এখন সাতটি পুর্ণাঙ্গ ইসলামী ব্যাংক চালু হয়েছে। এছাড়া অন্যান্য ব্যাংকগুলোও ক্রমান্বয়ে ইসলামী ব্যাংকিং বিভাগ খুলছে। কেন্দ্রীয় ব্যাংক থেকেও ইসলামী ব্যাংকসমূহের জন্য পৃথক নীতিমালা পরিপালিত হচ্ছে। এতে ইসলামী ব্যাংকের মজবুত ভিত্তি আরো সুদৃঢ় হয়েছে।
বর্তমান সরকার ইসলামী ব্যাংকের প্রতি সন্তুষ্টি ব্যক্ত করেছে। এর ওপর আরোপিত সকল অভিযোগ ও অবরোধ তুলে কতিপয় যোগ্যতম ব্যক্তিবর্গকে তা পরিচালনার দায়িত্ব দিয়েছে। তারা দায়িত্ব গ্রহণের পর ইসলামী ব্যাংকের মজবুত ভিত্তির কথা সরকারকে অবহিত করেছে। তারা মোট জিডিপির সাত ভাগের একভাগ এ ব্যাংক থেকে পূরণের আশাবাদ ব্যক্ত করেছে। প্রত্যুত্তরে সরকারও তার সকল খাত ব্যবহারে এ ব্যাংকটিকে সহযোগী করে নিয়েছে। এতে ব্যাংকটির সার্বিক নিরাপত্তা আগের চেয়ে অনেক বেড়েছে। আর সরকারের যোগ্যতম ব্যক্তিবর্গের পরিচালনায় ব্যাংকটি শংকামুক্ত হয়েছে। সরকার আরো সুনজর দিলে অচিরেই ব্যাংকটি পৃথিবীর সেরা ব্যাংক হবে।
অতএব, ইসলামী ব্যাংক তার মহান লক্ষ্য নিয়ে রাষ্ট্রের চুড়ান্ত স্তরে পৌছতে সক্ষম হয়েছে। এ সফলতা তার গতিধারাকে আরো বেগবান করবে। ইসলামী ব্যাংক তার সুদমুক্ত মানবিক কল্যাণের ধারা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বে ছড়িয়ে দিক, এটাই সবার প্রত্যাশা।
শিক্ষানবিস, ঢাকা। mrmostak786@gmail.com.