বাংলাদেশ বাণী, গাইবান্ধা জেলা প্রতিনিধি : শৈত্য প্রবাহের ফলে শীতের তীব্রতায় গাইবান্ধার শীতার্ত মানুষের চাহিদার তুলনায় গরম কাপড় না থাকায় খড়কুটো দিয়ে আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলছে।
কনকনে ঠান্ডায় চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যমুনা, ব্রক্ষ্মপুত্র ও তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষ। নিজেদেরকে শীতের কবল থেকে রক্ষা করার জন্য নানা ভাবে চেষ্টা চালিয়েও গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পাচ্ছে না। ফলে, শ্রমের উপর নির্ভরশীল মানুষ মানবেতর জীবনযাপন করছে।
শীতের তীব্রতা অসহনীয় মাত্রায় নেমে আসায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সের মানুষ। ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহের ফলে কোমল মতি শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না।