বাংলাদেশ বাণী, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওরের বিভিন্ন ফসল রক্ষাবাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদ।
গতকাল বুধবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলার প্যানেল মেয়র শফিকুল হক শফিকের ৬১ নং পিআইসির পিংলার হাওরের বাঁধ, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্নার ৬৫ নং পিআইসির হাশিমাবাদ ও মমিনপুর হাওরের বাঁধ, সাবেক পৌর কাউন্সিলার কামাল উদ্দিনের ছিমিদপুর হাওরের ফসল রক্ষাবাঁধসহ বিভিন্ন বাঁধ পরিদর্শন শেষে সিদ্দিক আহমদ বাঁধ নির্মানে সংশ্লিষ্ট পিআইসি কমিটির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ সঠিক ভাবে নির্মানে সংশ্লিষ্ট পিআইসি কমিটির সদস্যদের প্রতি আহবান জানান। বাঁধগুলো পরিদর্শনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, সাবেক পৌর কাউন্সিলার কামাল উদ্দিন, দৈনিক সবুজ সিলেট ও দৈনিক ইত্তেফাক জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ইকবাল হোসেন সাজাদ, পৌর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ প্রমূখ।